জীবন মৃত্যু ভালবাসা

লেখক : রুনা দত্ত

জীবনকে ছুঁয়ে যেন
মৃত্যু নয় বরং বারবার ছুঁয়ে যায়
প্রেম পৃথিবী আর ভালবাসা

আসলে জন্ম থেকেই
একমুঠো আকাশ ছুঁয়ে
একফালি মেঘ ছুঁয়ে
এক চিলতে সবুজ ছুঁয়ে
আর টুপটাপ বৃষ্টি ছুঁয়ে
জীবনকে মুগ্ধ হয়ে বারবার দেখি
আলতো আঙুলে ছুঁয়ে যাই
ভালবেসে ঠোঁট ছুঁইয়ে দিই।

আর এ’ভাবেই যেন জীবনের সীমানা ছুঁয়ে
বেলাশেষের আলোই আমার জীবনকে
আজও ঘিরে রাখে

আমিও তাই বসন্তের ঝরা পাতায়
ভালবাসা খুঁজি
পলাশ ছুঁয়ে প্রেম লিখি

জন্ম মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে
আমি আজও তাই জীবনকে ভালবেসে
বুক পেতে দিই।


লেখক পরিচিতি : রুনা দত্ত
নাম রুনা শর্মা দত্ত। পেশা ইন্টেরিয়র ডিজাইনার। ভালোবাসা লেখালেখি। ৭-৮ বছর ধরে লেখালেখির সাথে যুক্ত। কৃত্তিবাস, মধ্যবর্তী, টার্মিনাস এবং আরো অনেক পত্রিকায় লেখা প্রকাশ পেয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে বসবাস। তিনটি একক কবিতার বই কলকাতা বুক ফেয়ারে টার্মিনাস এবং কচিপাতা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।