লেখক : নিজামুল হাসান
ভোগবিলাসে কেটে যায়
মস্তবড় জীবন,
ক্ষণিক সময় পরে
করি মোরা আস্ফালন।
ঢেউয়ের তালে দুলতে থাকে
মাঝিবিহীন নৌকা,
মোহময় দুনিয়া দেয়
জীবনভর ধোঁকা।
সুখের মায়ায় ছুটতে থাকি
মরীচিকার পিছে,
দম্ভের ওপর চলি-ফিরি
নেমে যাই নিচে।
আপন-স্বজন, বন্ধুমহল
যায় না কেউ বাকি,
সুযোগ পেলে দিয়ে যাই
সবাইকে মোরা ফাঁকি।
জীবন তরীর ভাঙা লড়ি
থাকে শুধু বেদনা,
অন্ধ প্রেমের বলি হয়ে
পেয়ে যাই যাতনা।
লেখক পরিচিতি : নিজামুল হাসান
পরিচিতি: সাহিত্যপ্রেমী ও তরুণ লেখক জন্মস্থান: কুমিল্লা জেলা শৈশব ও বেড়ে ওঠা: ঢাকায় শিক্ষাগত যোগ্যতা: ২০২২ সালে দাখিল, তা'মীরুল মিল্লাত, টঙ্গী শাখা ২০২৪ সালে কৃতিত্বের সঙ্গে আলিম বর্তমানে অধ্যয়নরত: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সাহিত্যচর্চার শুরু: মাদ্রাসা জীবনে লেখালেখির সূচনা লেখা প্রকাশিত হয়েছে: ত্রৈমাসিক মিল্লাত (সাহিত্য পত্রিকা) বার্ষিকী (বাৎসরিক ম্যাগাজিন) লেখার ধরন: কবিতা গল্প প্রবন্ধ লক্ষ্য: সাহিত্যের সব শাখায় পদচারণা করা

