জিজ্ঞাসা

লেখক : লাম্মি খাতুন

মাঘের তীব্র শীত শেষে,
রুক্ষ প্রকৃতি উঠিল হেসে।
ঘরের পেছনের মেহগনি বন
ঝরে গেল সব দুঃখ তার ;
শাখায় শাখায় নতুন পাতায়
উৎসব নব সবুজের উন্মাদনায়।
থেকে গেল শুধু হৃদয়ের স্তব্ধতা।
বসন্তের আগমনে রাস্তার দু’ধারে
সাদা সাদা ভাঁটফুল ;
চিত্রার ওই পাড়ে
কৃষ্ণচূড়ার ডালে ডালে
লাল হলুদ কত রুপ।
খুশিতে কোকিলেরা খুলে মধুর কণ্ঠ,
এই হৃদয়খানি শুধু গানহীন স্তব্ধ!
পিপাসিত বৈশাখ,
বার বার ডেকে চায় বৃষ্টির পরশ ;
ক্লান্ত পিপাসিত আমি কি এর ব্যতিক্রম?
উঠোনের ওই কোণে বর্ষার প্রথম ক্ষণে
রাশি রাশি কদমেরা ঝরে যায় পড়ে
ভেজা বাতাসে গন্ধ তার মিশে চলে গেছে
দূর ওই রাখালের দেশে।
আমি শুধু চেয়ে রই,
ভেবে ভেবে বিভোর হই,
দু’চোখের অশ্রু মেশে
শ্রাবণের ধারা জলে
তারপর কেয়া বন পার হয়ে
চলেছে সাগর পানে।
আনমনে অপলকে চেয়ে ওই পথপানে
ফিরে আসো যদি কোন ঝড়ের রাতে!
ফুল ফুটে ঝরে যায়,
ঝড়ো রাত গত হয়,
শুধু তোমার ফেরার পথ
শূন্য পড়ে রয়।
আচ্ছা,
সে কি আমার কথা ভেবে কভু মুচকি হাসি হাসে?
হৃদয় দিয়ে আমাকে ভালবাসে?
হঠাৎ সামনে পড়বো ভেবে চুলগুলো কি পরিপাটি করে নেয়?
আমার মত কথার বোঝা হৃদয়েতে বয়?
মাঝরাতে ঘুম ভাঙলে কি আমার কথা ভাবে?
আমার তরে হৃদয় খুলে সে কি অপেক্ষা করে?


লেখক পরিচিতি : লাম্মি খাতুন
লাম্মি খাতুন, এসএসসি পরীক্ষার্থী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন