যদি ভালোবাসা চাও!

লেখক : নাসিরা খাতুন

চাওয়া-পাওয়ার এই দুনিয়াতে,
ভালোবাসা আজ ডুকরে কাঁদে!
আমার কাছে, বন্ধু, তোমার
চাওয়ার কিছু আছে নাকি?

যদি ভালোবাসা চাও,
তবে তা দেব প্রাণ ভরে।
কিন্তু যদি মন চাও,
সে আবদার মোটেও ভালো নয়!

মন ছাড়া মানুষ আনমনা হয়ে যায়,
কেমন যেনো পাগল-পাগল লাগে।
তাই মন চেও না, যদি ভেঙে যায়!
ভাঙা মন নিয়ে বেঁচে থাকা দায়,
এ যে বড় কষ্টের!

আর যদি বলো শরীর!
জেনো, এ শরীর আমার নয়,
আমি শুধু নামমাত্র পাহারাদার!
এর ওপর আমার কোনো অধিকার নেই,
এ যে অন্যের সম্পদ!

অপেক্ষায় আছি,
কখন সে আসবে,
আমাকে এই গুরু দায়িত্ব থেকে
মুক্তি দেবে!

নিজেকে আগলাতে আগলাতে
কখন যে হাঁপিয়ে উঠেছি,
দম ছেড়ে শ্বাস নিতে চেয়েছি,
কিন্তু পারিনি!

ভয় হয়, যদি বাতাসের দূষিত কণা
একবার শরীরে প্রবেশ করে!
তাই বড্ড ভয় হয়,
বারবার মনে পড়ে,
এই শরীর আমার নয়!

তাই ভুলেও শরীর চেও না!
যদি ভালোবাসা চাও,
ভালোবাসা দেবো আমরণ।
কারণ ভালোবাসা শুধুই আমার,
এখানে একমাত্র আমারই অধিকার!

তাই যদি ভালোবাসা চাও,
ভালোবাসা দিয়ে ভালোবেসে যাবো আজীবন!!


লেখক পরিচিতি : নাসিরা খাতুন
দক্ষিণ 24 পরগনা জেলার চাকবেড়িয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে প্রতিলিপিতে লেখালিখি করেন। ইতিহাসে এম.এ কমপ্লিট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।