জমিন

লেখক : আলী ইব্রাহিম

মিরু,
এটা হলো ভূমিরেখা
এই জমিন তোমাদের
ওই জমিন আমাদের।
আলী,
এটা ভালোবাসা নয়!
না! না! এখানে হৃদয় থাকে না!
এইখানে আদম থাকে
আর ওইখানে শতরূপা!
এটা কোনো মৈত্রী নয়!
তুমি আমি আছি সুতোর ওপর
সীমারেখায় জেগে আছে বন্দুকের নল
এপারে তুমি
ওপারে আমি।

হাওয়া শেষ হলে তুমি উড়ে যাও
ফলবতী বৃক্ষরা ঘুমায়
সতর্ক হাঁটাহাঁটিতে তবু
মরমর শব্দ
তলপেটে জেগে ওঠে ক্ষুধা ।
তুমি চিল হয়ে ওড়ো
আমিও স্বপ্ন দেখি…
এপারে কুয়াকাটা
ওপারে হিমালয়
এপারে শোয়ার ঘর
ওপারে রান্নাঘর।

হিমালয় থেকে হাত বাড়ায় মৈত্রীদূত
কুয়াকাটায় জলগালিচা সংবর্ধনা
চারদিকে বৃষ্টি উৎসব
আকাশে সাতরঙ উল্লাস
জমিনে রোদের আলোড়ন
বুকের ভেতর জেগে ওঠে ঘরবাড়ি।
এপার ওপার বলে কিছু নেই
তোমার আমার জমিনে শাপলা পদ্ম আলিঙ্গন
নতুন পরিচয়ে বেড়ে ওঠে নিষ্পাপ যিশু
এখন জল ও নৌকোয় যাতায়াত
রাতজাগা বন্দুকের আর দরকার নেই
সাদামেঘ কালোমেঘ বলে কিছু নেই
এপার ওপার আজীবন খেলাঘর
মনু ও হাওয়ার সহজ পারাপার
ফারাক্কাও ভুলে যায় নদীর প্রভেদ।

জলট্রেনে তুমি আমি
তোমার মধ্যে আমি
আমার মধ্যে তুমি
জমিনের মধ্যে জমিন।

মিরু,
দেখো এই উদ্যানে এখন কত পাখি
দেখো এই উপত্যকায় এখন কত বৃষ্টি
দেখো এই জলাশয়ে এখন কত মাছ
দেখো! দেখো!
এখানে মানুষের ভালোবাসায় ঈশ্বর ভিখারী হয়।


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহকারী সম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum