জন্ম বিলাস

লেখক : আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী

অবিরল কোন শুভক্ষণে, অকস্মাৎ কলাপ-আকাঙ্ক্ষায়
নিত্য জন্মে অজরার ভ্রম। মনে মনে কোরক-উদ্গম।
রাত্রির জঠরে জাগে রৌদ্রপায়ী প্রত্যুষের ভ্রুণ
অকালবন্যায় ভাসে নদী, বৈতরণী-তৃণ…
জীর্ণমন্দিরে দোলে কার অশরীরী ছায়া, দেবতা বিভ্রম;
জন্ম মানে ঘরে ফেরা, জন্ম মানে প্রকাশ নির্ঘোষ
স্ব-প্রকাশী উচ্ছাসের আলো, মায়াময় প্রবাহ সংকোশ।
অনিচ্ছুক মৃত্যু যদি আসে, ভালোবেসে পুনর্জন্ম ডোর
চিরায়ত আসা-যাওয়া, জন্ম তাই মৃত্যুর দোসর।
তবুও যখন কোন নিরাসক্ত মনে,অন্তরে উন্মনা উজাগর
জীবনে কাঁদায় আর যাপনে জাগায়…
তার স্পর্শে প্রেম নয়, ক্রমাগত জাগেন ঈশ্বর,
সার্থক করেন ব্রত, জন্মভ’র আয়ুশ অবর,
ডানা মুড়ে বসে পাখি, খোলে তার বৈশ্বানর দ্বার
তুচ্ছ জন্ম ধন্য করে প্রেম, নৈঋতের ঋত অহঙ্কার।


লেখক পরিচিতি : আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী
জন্ম মেদিনীপুরে, পেশায় সরকারি স্কুলের শিক্ষিকা। মূলতঃ কবিতা লিখতে ভালোবাসলেও গল্প, উপন্যাসও লেখেন এবং তা প্রকাশিত হয় দেশবিদেশের নানা পত্রিকায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।