লেখক : কাশফিয়া নাহিয়ান
এক দমবন্ধ করা অবস্থায় জন্মদিন এল
আবার বেদনা বিষাদের সাথে চলেও গেল।
নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ
সবাই শুধু দেখে নিজের স্বার্থ
আপনজনদের কাছে আমি অনাহেতু
তারা আমায় গণ্য করে রাহু-কেতু
যা হয় আর কি একটা মেয়ের বাবা না থাকলে
পাশে থাকলে অন্তত রাখতে পারত আগলে
কেক কাটতাম, চাইনিজ খেতাম বাবার সাথে
এখন গুমরে কেঁদে মরি সকাল-সন্ধ্যা-রাতে
অথচ আমি বাবা মায়ের একমাত্র মেয়ে
আমার অদৃষ্ট চিরদিনই আছে কালো মেঘে ছেয়ে
হতে পারিনি বাবা মায়ের রাজকন্যা
তাই জীবনে প্রবাহিত হয় শূন্যতার ঝর্ণা
আমার জন্মদিন আসে এক আকাশ কষ্ট নিয়ে
আমার জীবনটা আঁকা কষ্টের আলপনা দিয়ে
উদাস হয়ে শুয়ে থাকি পুতুলটাকে চেপে ধরে
আমার সীমাহীন কষ্ট দেখে সেও কি আবার উঠল নড়ে?
জন্মদিনে থাকি একা, অসহায়, আনমনা
নিজ জন্মদিনে করি নিজের মৃত্যুকামনা
সবাই জন্মদিন পালন করে হাসি আনন্দের মধ্য দিয়ে কেক কেটে
আমার জন্মদিন কাটে তীব্র অভিমানে বুক ফেটে।
লেখক পরিচিতি : কাশফিয়া নাহিয়ান
আমি কাশফিয়া নাহিয়ান। ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স। লেখালেখি আমার প্যাশন। সাহিত্য চর্চা করে নিজেকে শাণিত করতে চাই।

