যন্ত্রণা

লেখক : মলয় সরকার

আকাশটা ভেঙ্গে চুরে যাচ্ছে যন্ত্রণায়
ককিয়ে উঠছে,
ছড়িয়ে যাচ্ছে আর্তনাদ,
বর্ণমালার প্রতিটা শব্দ হয়ে যাচ্ছে রক্তাক্ত-

ধোঁয়ায় ভরে যাচ্ছে চারিদিক,
বাতাসে বারুদের গন্ধ,
গাছপালাগুলো শ্যামলিমা হারিয়ে
জ্বলন্ত পোড়া কাঠ-

আমরা কি ভাষা হারাচ্ছি?
আমরা কি কর্তব্য হারাচ্ছি?
হয়ত তাই-
দেখছি ভাষাগুলো হয় উড়ে যাচ্ছে
অনন্তের দিকে ডানা মেলে,
নয়ত মাটিতে লুটোচ্ছে শিরদাঁড়া হারিয়ে।


লেখক পরিচিতি : মলয় সরকার
অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিক, প্রকাশিতগ্রন্থ দুটি, ভ্রমণকাহিনী, কবিতা, গল্প, অনুবাদ সাহিত্যে স্বচ্ছন্দ, দেসে বিদেশে বহু পত্রপত্রিকায় লেখালিখি বহুদিন, অনুবাদের জন্য সোনালী ঘোষাল সারস্বত সম্মান প্রাপ্ত, নেশা দেশে বিদেশে ভ্রমণ, উদ্যান চর্চা, সমাজসেবামূলক কাজকর্ম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন