লেখক : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়
(উৎসর্গ : পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথ )
মেঘের থেকে ছড়িয়ে পড়লো আলো।
এই আলোতে দেখা সকাল
ঠিক যেন অনুভবের মগ্ন-দিশা
প্রভাতে প্রভাতে বিভাস বিন্যাস।
কর্মের প্রাণ তবু অসীম-অনন্ত।
তার ঢেউয়ে ঢেউয়ে চঞ্চলের অভিসার।
মিনতিতে প্রবর্তনা।
তবু সুস্থিতি – কেন্দ্রে আকাঙ্ক্ষিত…
আমার হাতে তোমার জন্য
আকন্দ পুষ্পের জ্যোতির্বলয়…
লেখক পরিচিতি : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়
কবির জন্ম কোচবিহারে। বড়ো হয়ে ওঠা মাঝের গ্রামে। সেখান থেকে নদিয়ার রানাঘাটে। উচ্চশিক্ষা পুরোটাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। কবি পেশায় ছিলেন একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রতিষ্ঠিত সাহিত্য পত্রিকা - 'আমরা পদাতিক'।