কান্না

লেখক : মো আবির হাসান অন্তর

 সময় এক নির্দয় নির্মম।
কান্না তার কাছ থেকে সামান্য প্রকাশ নয়,
যেন সামান্য সুখ
দুঃখ তার নিহিত প্রকাশ।
মহাপ্রয়াণে যেন স্নিগ্ধ শোকের ছায়া
মাতা তাই কেঁদে ফেরে সারাটি কাল।


লেখক পরিচিতি : মো আবির হাসান অন্তর
ফুলবাড়ী, দিনাজপুর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum