লেখক : দেবাশীষ মজুমদার
কাঁটা বিঁধে থাকে
গলা থেকে নামতে চায় না ভাত,
যারা রয়ে গেল তাদের ওপর
উগরে বেরোয় ক্ষোভ |
আমাকে ক্ষমা করে দিও বলে চলে গেল যারা,
তাদের ক্ষমা করে দিতে গিয়ে
নিজেকেই ক্ষমা করে উঠতে পারিনি আমরা…
লেখক পরিচিতি : দেবাশীষ মজুমদার
বাংলা ভাষার একজন অনুপ্রেরক | সাফল্যের সেরা ৫৫৫ উক্তি এবং কেউ থেমে নেই তোমার জন্য লেখকের প্রকাশিত দুটি বই | বিভিন্ন সেমিনার এবং লেখালেখির মাধ্যমে মানুষকে প্রাণিত করার চেষ্টা করে থাকেন |