কেমন যেন

লেখক : আবু জাফর মহিউদ্দীন

কেমন যেন, মানব মনে
মিথ্যা প্রলেপ মাখা,
আগের মত, মানুষের এখন
পাইনা তেমন দেখা।

নিত্য শুনি, নিত্য দেখি
রয় সমাজ ভুলে,
ধর্ম আছে আগের মতই
ক’জন মানে মূলে।

নীতিকথা, নীতিবাক্য,
আগের মতই আছে,
মানুষ নামের, মানুষ কেবল
পশু হয়ে গেছে।

মুরুব্বি আর মুরুব্বি নেই,
পাগল তাদের বলে,
টাকা হলেই, মাতব্বর সে
চোর হ’লেও চলে।

নৈতিকতাহীনে নৈরাজ্য আজ
গেছে সমাজ ভরে,
মুখোশ পরেই ভাল সেজে
চলে যে যার তরে।


লেখক পরিচিতি : আবু জাফর মহিউদ্দীন
আবু জাফর মহিউদ্দীন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up