ক্ষমা

লেখক : আকাশ দে

তোমার প্রিয় মানুষকে বোঝানোর জন্য একটি কবিতা-

তোমার ছাড়া একা আমি, যেন চাঁদহীন আকাশ,
তোমার স্পর্শ ছাড়া আমার দিন কাটে নির্জীব উষ্ণতায়।

তোমার রাগের আগুনে পোড়ে আমার হৃদয়,
তোমার অভিমান ভাঙানোর চেষ্টা, যেন অজানা জায়গায় হাঁটা।

তুমি ছাড়া আমার পৃথিবীটা অস্পষ্ট, তুমিহীন আমি নিঃশ্বাসহীন,
তোমার ভালোবাসা ছাড়া আমি, যেন ম্লান আলোহীন।

তোমাকে ছাড়া আমি পারি না, বুঝো আমার মনের কথা,
তুমি ছাড়া এই জীবন, অর্থহীন আমার প্রার্থনা।

ফিরে এসো আমার কাছে, ফিরিয়ে দাও সেই সুখের দিন,
তোমার ছাড়া আমি সম্পূর্ণ, শুধুই এক শূন্যতার বিলীন।

আশা করি, এই কবিতা দিয়ে আপনি তার হৃদয় ছুঁতে পারবেন।


লেখক পরিচিতি : আকাশ দে
কবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum