খুকি

লেখক : সৌরভ মাহাতো

কারা যেন ডাক দিল ওই
আম পাড়তে চল
পাড়ার যত ছেলেরা সব
করছে বিনোদন।

আমি যাবো মা বললেই খুকি,
তুই তো এখন ছোট।
বাজার থেকে এনে দেবে বাবা,
একটু সবুর করো।


লেখক পরিচিতি : সৌরভ মাহাতো
জন্ম ১৯৯৯ সালের ১লা জুন পুরুলিয়া জেলার শেষ প্রান্তভূমির 'লালবাজার' গ্রামে। পিতা শ্রীযুক্ত সুধীর মাহাতো, মাতা শ্রীমতী গায়ত্রী মাহাতো। শিক্ষাজীবন জওহর নবোদয় বিদ্যালয় পুরুলিয়া থেকে মাধ্যমিক ও জওহর নবোদয় বিদ্যালয় দুর্গাপুর থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে রাঁচি ইউনিভার্সিটির ছাত্র। পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চা, খেলাধুলা, গাছ লাগানোর একটা চরম নেশা আছে। এবং সময় পেলেই সমাজ সেবার কাজেও যুক্ত হয়ে যাই। ইতিমধ্যে বহু পত্রিকায় লেখা ছাপানো হয়েছে এবং লেখালেখি মাধ্যমে চরম সুখের অনুভূতি হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন