লেখক : কাশফিয়া নাহিয়ান
কি করে বলব তোমায়
আজও ভুলিনি তোমায়।
কি করে বলব তোমায়
তুমি কি মনে করো আমায়?
কি করে বলব তোমায়
তোমায় ছাড়া প্রতিনিয়ত মরছি
তোমায় হারিয়ে প্রতিনিয়ত জ্বলছি
কি করে বলব তোমায়
তোমায় ছাড়া ভারী হয়ে আসে নিঃশ্বাস
তুমি ফিরবে তারও পাই না কোন মিথ্যা আশ্বাস
কি করে বলব তোমায়
তোমার চিঠির ভাঁজে ভাঁজে ছিল উপচে পড়া ভালবাসা
সবকিছু ওলটপালট করে দিল এক ঝড় সর্বনাশা
কি করে বলব তোমায়
তোমার পেইণ্টিং এখনও রয়েছে অসমাপ্ত
তুমি বিনা আমার জীবন অভিশপ্ত
কি করে বলব তোমায়
আর ভাল লাগে না বৃষ্টি
না চাইতেও সিক্ত হয়ে আসে দৃষ্টি
কি করে বলব তোমায়
হৃদয়কে ছিন্নভিন্ন করি অশ্রু দ্বারা
মৃত্যুকেও আলিঙ্গন করতে পারি না তোমায় ছাড়া
কি করে বলব তোমায়
আমার বিস্তৃতি তোমার মাঝে
আমার প্রত্যাবর্তন তোমার কাছে
কি করে বলব তোমায়
কি করে বলব তোমায়?
লেখক পরিচিতি : কাশফিয়া নাহিয়ান
আমি কাশফিয়া নাহিয়ান। ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স। লেখালেখি আমার প্যাশন। "সেরা কবিতা ২০২৫"পুরস্কার এ ভূষিত