লেখক : নিবিড় সাহা
কাল বিকেল থেকে প্রচুর বরফ পড়েছে।
যে লোকটা হাত সেঁকা আগুন জ্বালিয়েছিল,
আজ সকালে, বাসি বরফ সরাতে গিয়ে
কুড়িয়ে পেয়েছে দু’জোড়া ঠোঁট।
হাতের মুঠোয় নিতেই,
সেগুলো রঙিন প্রজাপতি হয়ে
উড়ে গিয়ে বসেছে পাহাড়ি ফুলের গায়ে।
আরেকটু পর গ্লাসে মদ ঢালা হ’লে
ওরা এসে ঢুকে পড়বে সেখানে,
আবার ঠোঁট হয়ে ভেসে উঠবে গ্লাসের উপর
বারবার ঠোঁট ছুঁয়ে যাবে ঠোঁট
তারপর সারা ঘুম জুড়ে শুধুই রুপোলি কাঞ্চনজঙ্ঘা।
লেখক পরিচিতি : নিবিড় সাহা
ইছাপুর, উত্তর ২৪ পরগনা