কবেকার কথা

লেখক : মিত্রা হাজরা

কবেকার কথা ছিল
তালপাতার সেপাই ছিল
পুতুল ছিল,চুড়ি ছিল,
রঙিন ফিতে চল ছিল
রোদ ছিল,মেঘ ছিল
দু চার ফোঁটা বৃষ্টি ছিল
ধুলো মাখা মুখ ছিল,
হুড়োহুড়ি ভিড় ছিল।
সেটা কি রথের মেলা ছিল?
জয় জগন্নাথ ছিল
তুমি ছিলে,আমি ছিনু
ভাই ছিল,পুঁটু ছিল
অন্ধ বাউল ছিল
হরিনাম সংকীর্তন ছিল
আর কি কি ছিল যেন ?
জিলিপি পাঁপড় ছিল
গরম বাদাম ছিল
হাতে হাত ধরা ছিল
খুব যেন ভিড় ছিল
সেটা কি রথের মেলা ছিল।


লেখক পরিচিতি : মিত্রা হাজরা
আমি মিত্রা হাজরা, ঝাড়খণ্ডের চাইবাসায় থাকি। ডিএ ভি পাব্লিক স্কুলের প্রাক্তন শিক্ষিকা, আকাশবাণী চাইবাসা কেন্দ্রের বাংলা বিভাগের প্রাক্তন উপস্থাপিকা। অবকাশে গল্পের বই,কবিতা পড়ে সময় কাটাই। টুকটাক লেখালিখি করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন