কবি

লেখক : আলী ইব্রাহিম

নিশিতে কুশপুত্তলিকা দাহ করার পর জানা গেল
সেটা ছিল একজন কবির অবিকৃত আবছায়া।
বুনোচালতার সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল।
কোথাও খুঁজে বনলতার ঠিকানা পাচ্ছিল না বলে
জারুল গাছের সাথে ফাঁস নিতে চেয়েছিল কবি।
ঝরা পালকে উড়ে উড়ে আসতে চেয়েছিল শব।

একদিন এই সান্ধ্য উঠোনে সুদর্শনা দেখছিল তাকে।
জলাঙ্গীর ভেজা পায়ে সুচেতনা দাঁড়িয়ে ছিল সেখানে।
তারও শালিকের দিন ছিল। পোয়াতি রাত ছিল।
তারও হেমন্তের মাঠ ছিল।  পৌষের ঘাত ছিল।
হয়তো সুরঞ্জনার সাথে আর দেখা হয় না তার।
মেঠো পথে ঘুরতে ঘুরতে কতটা একা ছিল কবি!

লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সাঘাটা, গাইবান্ধা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন