কবিও একদিন

লেখক : আলী ইব্রাহিম

মুখে বিষ ঢেলে কবিও একদিন ছবি হতে চেয়েছিল।
এক কাকের মৃত্যুতে অসংখ্য কাকের সমবেদনা কী বিস্ময়ের!
এবং ঘরে মৌলিক স্বরে সংঘাত। শিল্প হন্তারক রাজকোকিল।
আজ পাখিরা আলো চায়। ছায়া চায়। আধিপত্য চায়।
অথচ শৌখিন কবি মুখিয়ে আছে বাউর- ভৈরব – বৈরাগে।
প্রসাধনিক রাষ্ট্র যতটা পারে নগ্ন হয়। নর্তকী হয়!
কবি তো তাদের মতো উপুড় হতে পারে না।


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন