কবির সেই কলম!

লেখক : মোঃ আসিফুর রহমান বাধন

আমি সেই কলমের কথা বলছি, যে কলম আমাকে এই কাব্যের রাজ্যে এনেছে।
আমি সেই কলমের কথা বলছি, যে কলম নজরুলের বিদ্রোহীকাব্য ব্রিটিশ দলকে হাটিয়েছে।

আমি সেই কলমের কথা বলছি, যে কলম রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বিশ্বকে জয় করে।
আমি সেই কলমের কথা বলছি, যে কলম তোমাকে পাওয়ার আশা জাগিয়েছে।

আমি সেই কলমের কথা বলছি, যে কলম ডায়েরির পাতায় হৃদয়ের কষ্ট স্থানান্তর করেছে।
আমি সেই কলমের কথা বলছি,যে কলম আমাকে সমাজের শক্ত হাতিয়ার বানিয়েছে।

হে কলম, তুমি তাদের মত অচেনা হইও না। আজ যে তোমায় বড্ড ভালবেসে ফেলেছি ।


লেখক পরিচিতি : মোঃ আসিফুর রহমান বাধন
কবি পরিচিতি: মোঃ আসিফুর রহমান (বাধন)। কবির জন্ম ২০০৯ সনে ৪ঠা অক্টোবর সাতক্ষীরা জেলায়। পিতা:- মোঃ মোস্তাফিজুর রহমান ।মাতা:- আসমা পারভীন। কবি চির সবুজের জেলা সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে ইটাগাছা গ্ৰামে বেড়ে ওঠা। ছোট বেলা থেকেই কবিতার প্রতি এক অনন্য প্রেম এবং কিছু মানুষের জন্য কবিতা লেখার ভালোবাসা। সেজন্য আজ কবির মাত্র ১৫ বছর বয়সে পাচটি যৌথ কাব্যগ্রন্থে কবিতা প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up