কদম

লেখক : সৌম্যদ্বীপ চক্রবর্তী

যেদিন সন্ধেবেলা মুষলধারে বৃষ্টি নামে
সন্ধে ফুরোনোর আগেই পথঘাট একা
শুধু কালো জল পড়ে থাকে খানাখন্দে

সেই সব দিন‌ও মাঝরাত‌ অবধি
ঝিরঝিরে বৃষ্টি
আর কদম

ধীর পায়ের জলছাপ
রিক্সার চাকা জল কেটে এগোলে
একটা শব্দ

অনেক দিন, নিঝুম রাতে
ঘুমের মধ্যেও পেয়েছি

যেন সেই কবে থেকে
একা একা
জল কেটে কেটে এগোচ্ছি


লেখক পরিচিতি : সৌম্যদ্বীপ চক্রবর্তী
কোলকাতার সোদপুর নিবাসী, বর্তমানে হায়দ্রাবাদে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। ইংরেজি সাহিত্যে স্নাতক। সাহিত্য, গান, সিনেমা বাদে প্রিয় নেশা দীর্ঘ পথ হাঁটা কিংবা ঘরে পায়চারি করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।