কোটি চন্দ্র জিনি, মা অরূপিণী

লেখক : শ্রী অজয় কুমার দে (প্রণবনন্দন )

শ্যামা-বিলাস ও মুক্তি (পদাবলী সমন্বয়)
রাগ: ললিত (একটি কাল্পনিক পদাবলীর ঢঙে রচিত)

স্থায়ী:

কোটি চন্দ্র জিনি, মা অরূপিণী!
ঐছন দেখলু নট, শ্যামা রূপিণী।

প্রথম অংশ (কালীর স্বরূপ):

শ্মশান-বাসিনী, তুঁহু যোগীন্দ্রাণী,
মাগো তুঁহু ভবানী, হৃদয়ক রঙ্গিণী।
কালী কিয়ে কেবলু, তুঁহু ত্রিনয়নী,
সংসারক খেলা কিয়ে, তুঁহু মাত্ জানী।

দ্বিতীয় অংশ (রূপের লীলা):

ঘন ঘন হাসসি মা, রুদ্রক রঙ্গিণী,
কে কহে, জননি, তুঁহু কেবলু মানিনী?
কভু বা শ্যামা, কভু রক্ত-বরণী,
জগত-তারিণী মা, কিয়ে তুঁহু যোগিনী,
সবে কহে, জননি, তুঁহু দুঃখ-নাশিনী।

তৃতীয় অংশ (মুক্তি ও অভয়):

চৌদিকে ভৈরবী মা, বাজয়ে কিঙ্কিনী,
তাণ্ডব-নৃত্যে তুঁহু, জগৎ-তারিণী।
শ্মশান-কঙ্কালী, কিয়ে তুঁহু মোহিনী,
ভব-দুখ কাণ্ডারী, মুকতি-বিধায়িণী।
খড়্গ-পাণি মা, তুঁহু মহেশাণী,
ডরিতে কি কাজ, হাম কিয়ে তোর প্রাণী।

ভণিতা:

এ বড় রহস্য, ভনই প্রণবনন্দন,
শ্যামা বিনু এ ভব, কেবলু বন্ধন।


লেখক পরিচিতি : শ্রী অজয় কুমার দে (প্রণবনন্দন )
একজন সনাতন ধর্মের গৌড়ীয় বৈষ্ণব, ধর্ম প্রচারক ও ভাগবত পাঠক। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম।পিতা শ্রী লক্ষ্মণ চন্দ্র দে এবং মাতা শ্রীমতি মমতা দে। তিনি এক উদীয়মান তরুণ বৈষ্ণব পদকর্তা এবং গৌড়ীয় বৈষ্ণব ভক্তি সাহিত্যর গবেষক ও কবি , প্রাবন্ধিক, সাহিত্যিক, ঔপন্যাসিক, পত্রিকা সম্পাদক, শিল্পকলা ও ইতিহাস গবেষক হিসেবেও সুপরিচিত। বাংলা সাহিত্য তিনি কিশোর বয়স থেকেই অবদান রেখেছেন। তাঁর কবিতায় গৌর লীলা,রাধা কৃষ্ণের লীলা ও আধুনিক জীবনের সংগ্রাম, ভালোবাসা, বিচ্ছেদ, স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে সংঘাতের মতো বিষয় খুব সুন্দরভাবে ফুটে উঠে।কবি হিসেবে বহু পত্রিকায় সম্মানিত হয়েছেন। মুর্শিদাবাদ জেলার ঝড় পত্রিকায় বিশিষ্ট সাংবাদিক হিসেবে সম্মানিত হয়েছেন। জিরো পয়েন্ট দৈনিক পত্রিকা থেকে 'নজরুল আওয়ার্ড 'প্রাপ্ত । ২০১৯ সালে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি থেকে বিশিষ্ট কবি হিসেবে সন্মানিত হয়েছেন। এছাড়াও অঙ্গাঙ্গি, প্রাঙ্গণ, বঙ্গীয় সাহিত্য দর্পণ , যুথিকা সাহিত্য পত্রিকা, পারিজাত সাহিত্য পত্রিকা, মনভাষী পত্রিকা থেকে বেশ কয়েকবার সন্মানিত হয়েছেন। বিঃ দ্রঃ "প্রণবনন্দন" ভণিতায় উনি পদ রচনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up