লিমেরিক

লেখক : দীপেন দে

বহুমূত্রে কাবু ধনীরাম বাবু
ভূ-নিম্ন উৎপাদন খায় না যে কভু
মিষ্ট-ফল-আখ
বলে থাক-থাক
ধূমপানে তাহার সংযম নিভু!


লেখক পরিচিতি : দীপেন দে
আমি দীপেন দে। গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার আনোয়ারা গ্রামে। জীবনের প্রথম দিকে চিত্র কলার প্রতি আগ্রহ ছিল বেশি। পরবর্তীতে সাহিত্যের প্রতিও আগ্রহ জন্মে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন