লেখক : আফরোজ মেহরুবা
মানুষের মন ভাঙ্গা কঠিন কিছু নয়, এ’সব কাজে কি কেউ হয় দক্ষ?
তুমি কি ছিলে এক নতুন মনের মানুষ, কীই বা ছিল তোমার লক্ষ্য?
যদি আঁধারেই হাতড়ে বেড়াও, বলো কীভাবে পাবে আলোর দিশা,
দিনের সূর্য ডাকে ভোর দূর করে ঘোর অমানিশা,
তবু যদি মনে করো এ’ প্রশ্ন অবান্তর, অসুখী মন আর কিসে দেবে সাড়া?
তবু তো পথ দেখায় হারানো পথিককে মিটিমিটি জ্বলে থাকা আকাশপথের তারা।
লেখক পরিচিতি : আফরোজ মেহরুবা
একজন কবি ও সমালোচক
বাহ