লড়াই

লেখক : তন্ময় খাটুয়া

ওরা লড়াই করে বাঁচে
ওরা পথের ধুলো মাখে,
ওরা স্বপ্ন বুকে রেখে
জ্বালায় মনের আঁচে।
ওরা কষ্ট চেপে বুকে
হাসি মুখে থাকে,
ওরা কান্না মুছে ফেলে
নতুন করে বাঁচে।
ওরা পেটের দায়ে খাটে
ওরা জীবন বাজী রাখে,
ওরা মৃত্যুর চোখে চোখ রেখে
লড়াই করে দিনে রাতে।
ওরা কষ্ট করে বাঁচে
ওরা পথেই পড়ে থাকে,
ওদের কান্না ভেজা চোখে
তুমি,জীবনের মূল্য খুঁজে পাবে।।


লেখক পরিচিতি : তন্ময় খাটুয়া
আমি তন্ময় খাটুয়া ( জন্ম:সেপ্টেম্বর১৪,১৯৯৭) পূর্ব মেদিনীপুর জেলার এক্তারপুর গ্রামে আমার বাড়ি।কবিতা লেখা আমার এক নেশা,কবিতা আর আমার মধ্যে এক আত্মিক সম্পর্ক ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum