লুপ্তপ্রায়

লেখক : ইচ্ছেমৃত্যু

লাটিমে এখনো লেপ্টি জড়ায় ছেলে
পড়ার বাইরে অবসর খুঁজে নেয়
এখনো উদাস শৈশব ছুঁতে পেলে
মন কেমনের দিন অবসান হয়।

অলীক বিকেল গোধূলি রাঙানো পথ
ধুলো মাখা আজো হাত পা সারা গা’য়
এমন দিনেও কিশোরীর চোখে চোখ
রাখতে পারে সে কিশোর অবহেলায়।

এখনো বালিকা অখন্ড অবসরে
বিকেল গড়ালে গুন গুন গান গায়
চোখে চোখ নাকি মনের ভিতরে উঁকি
শৈশব তার সীমারেখা বদলায়।

এমন রাতেই লুকোনো ডায়রি পাতায়
এখনো বালিকা আঁকে চোখ অসহায়
কারা যেন তার বন্ধু অথবা সখা
এসব কথা কি সবাইকে বলা যায়!

এখনো সময় সময়ের স্রোতে ভাসে
কিশোর ফেরে মাঠ থেকে ধুলোময়
ভীরু প্রেম মাখা চোখের পলক পেতে
কিশোরী দাঁড়িয়ে যৌবন দরজায়।

এখনো যুবক শিস দিয়ে গায় গান
যুবতীর চিঠি পেয়েছে সে কাল রাতে
বহু জন্মের অপেক্ষা যেন তার
সাঙ্গ হয়েছে প্রেমিকার কলমেতে।

এখনো সাহসে ভর করে ভেঙে বাধা
যুবক যুবতী হাতে হাত হেঁটে যায়
স্বপ্ন অনেক স্বপ্ন সময়ে আঁকা
সময় পেরোলে সময়ও প্রৌঢ় হয়

ঘরে বেড়ে চলে আগামী প্রজন্মেরা
এখনো প্রৌঢ় ঘরদোর সামলায়
ফেলে আসা কাল বিগত জন্ম যেন
বৃদ্ধ সময় কড়া নাড়ে দরজায়।

বলিরেখামুখ চশমার কাচ মুছে
এখনো নাতিকে গল্প শোনাতে চায়
নাতিটার চোখ মুঠোফোন শুধু খোঁজে
রূপকথাগুলো কথাহীন কেঁদে যায়।

তবু জানি আমি এখনো লাট্টু ঘোরে
প্রগতির পথে ব্যতিক্রমীও তাই
কিম্ভুত এই শিশু থেকে বৃদ্ধেরা
টিকে আছে আজও, যদিও লুপ্তপ্রায়।


লেখকের কথা: ইচ্ছেমৃত্যু
জন্ম বর্ধমানের বর্ধিষ্ণু গ্রামে। পেশায় নরম তারের কারিগর আর নেশায় – রীতিমত নেশাড়ু, কী যে নেই তাতে – টুকটাক পড়াশোনা, ইচ্ছে হলে লেখা – সে কবিতা, গল্প, রম্যরচনা, নিবন্ধ যা কিছু হতে পারে, ছবি তোলা, বাগান করা এবং ইত্যাদি। তবে সব পরিচয় এসে শেষ হয় সৃষ্টিতে – পাঠক যেভাবে চিনবেন চিনে নেবেন।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

10 Comments

  1. অপদার্থ

    সুন্দর লেখা।অনবদ্য।
    শব্দ দিয়ে আঁকা এক সুন্দর ছবি!বহমান সময়ের পরতে পরতে যেন আবহমানের গাথা…কোথাও একটুও দুর্বোধ্যতার ছলনা নেই।কঠিন কঠিন শব্দ দিয়ে দুর্বলতা ঢাকার ব্যর্থ চেষ্টা নেই।শুধু অনুভূতির কাছে সৎ থেকে ভেতরের কথা গুলো কে বাইরে মেলে ধরা।কুর্নিশ এই কলম কে।

    কোথাও শুনেছিলাম,অনেক কিছু শেখানো গেলেও নাকি কবিতা লেখা শেখানো যায় না।যদি যেত,লেখকের কাছে শিখতে ইচ্ছে হয় যে এরকম লাইনও লেখা যায়!!! কি করে!!
    “এখনও উদাস শৈশব ছুঁতে পেলে
    মন কেমনের দিন অবসান হয়”
    বা
    “বহু জন্মের অপেক্ষা যেন তার
    সাঙ্গ হয়েছে প্রেমিকার কলমেতে”
    অসাধারণ…..অসাধারণ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।