মা গো তুমি ছাড়া

লেখক : আবুল হাসান তুহিন

আমায় তুমি একলা করে
করলে পাগল পারা,
শূন্য ভুবন শূন্য আমি
মা গো তুমি ছাড়া, 
আমায় রেখে হলে মা গো 
দূর আকাশের তারা।।
আদর স্নেহ কে দেবে মা 
তোমার মত করে,
ভালবাসার আঁচল দিয়ে 
কেউ রাখে না ধরে। 
আঁধার এখন চারিদিকে 
মা গো তুমি ছাড়া, 
আমায় রেখে হ’লে মা গো 
দূর আকাশের তারা।।
এখন আমি ডাকব কাকে 
“মা গো” “মা গো” বলে,
নিঠুর হয়ে কেমন করে 
গেছ তুমি চলে। 
স্নেহের বাঁধন ছিন্ন করে 
করলে পথহারা, 
আমায় রেখে হ’লে মাগো 
দূর আকাশের তারা।।


লেখক পরিচিতি : আবুল হাসান তুহিন
গীতিকার ও নাট্যকার, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up