লেখক : রতন চক্রবর্তী
নয়া ইতিহাস রচনা শুরু রাজপথে
মধ্যযামে ডাক্তাররা রয়েছ জেগে
নাগরিক সমাজ তাদের আগলে আছে
স্নেহ মমতায় সাহস যুগিয়ে সাথে।
নির্ভীক তারা অস্ত্রোপচারের যশে
দূষিত রক্ত প্রশাসনে যত টেনে আনবে অক্লেশে।
রাত দখলের দীর্ঘ যাত্রা শুরু হবে এবার
মানবীর সাথে মানবরা একাকার।
ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে জেনো
সম অধিকার সবাকার, সম প্রাপ্য মেনো।
এবার দেখবে দেশ প্রতি স্তরে সমাজ বদলের ঢেউয়ের পর উথলে উঠবে ঢেউ
রাজনৈতিক আর নাগরিক সমাজে
একক কুলীন নয় তো কেউ!
নৈতিকতার পতাকা নিয়ে হাতে
ভণ্ডামি কেউ সইবে না আর মোটে।
আঁধারে আলোয় ভিত গড়া রক্তে অশ্রুতে মাখা
মনের গভীরে মানব মানবী সমসূত্রে হবে গাঁথা।
লেখক পরিচিতি : রতন চক্রবর্তী
অর্ধশতক সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকেছেন। দৈনিক, সাপ্তাহিক বিভিন্ন পত্র-পত্রিকায় চাকরির পাশাপাশি কাজ করেছেন বিদেশি দূতাবাসের কলকাতা তথ্য দপ্তরে। তথ্যচিত্র পরিচালনা করেছেন। লিখেছেন ছোট গল্প, নাটক চিত্রনাট্যও। মার্কসীয় দর্শনে বিশ্বাসী। জন রিডের টেন ডেজ দ্যাট স্যুক দ্য ওয়ার্ল্ড নামে রুশবিপ্লবের দশ দিনের কাহিনি নিয়ে বিশ্বখ্যাত রিপোর্টাজ গ্রন্থ অবলম্বন করে লিখেছেন নাটক অভ্যুত্থান যা ৭৪ জন কুশীলব নিয়ে অভিনীত হয়।