মধুমিতা

লেখক : সুজয় মণ্ডল

হাজারো তারার মাঝে তোমায় পেয়েছিলাম খুঁজে
তুমি যে হবেনা আমার কোনদিন সেটাও গেছিলাম বুঝে ,
তবুও আমার মন বারেবার যেত দুলে
তোমার সুশ্রী কালো চুলে,
তুমি নির্মল, তুমি সুন্দর
পারিনি তোমায় বলতে দিতে পারিনি অভয়।
প্রভাত সূর্য এসেছে রুদ্র সাজে
দুঃখের পথে তোমারই তূর্য বাজে,
সেই নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে
হাজারো শুনেছিলাম গান, হাজারো পড়েছিলাম কবিতা
সেই হাজারো কবিতার মাঝে তুমি আমার মধুমিতা ।

লেখক পরিচিতি : সুজয় মণ্ডল
কবি

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন