মানুষের গল্প

লেখক : দালান জাহান

অতিথিকে প্রশ্ন করো না
যে মাটি ধরে রেখেছে উল্কার দাগ
নাট্যমঞ্চে না থাকলেও নাটক সংঘটিত
পিতল আর সোনার বিবিধ পাঠ
চোখে চোখে পেস্ট অজ্ঞতার চিত্রনাট্য।
মশাল হাত ড্রোন মিসাইল ডগফাইট
রক্ত আকাশ এয়ারবোর্ণ ধ্বংস মালিকানা
ফড়িং হাটে! ফ্ল্যাঙ্কার এফ!
সু-থার্টি ফাইভ অর্গানিক চুম্বন
উঁচুনিচু ভূমিগুলো শক্তি ও সূর্য
শিরোনাম ছাপে ক্যামেরা উত্তাপ! উত্তাপ!
যুদ্ধ! যুদ্ধ! অমৃত মৃত-অক্ষর গল্প
মানুষের গল্প কেউ বলে না।


লেখক পরিচিতি : দালান জাহান
একজন কবিতা কর্মী

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum