মাতৃরূপেণ সংস্থিতা

লেখক : অঙ্কিতা মজুমদার

আঁধারের বুক চিরে
পাগলিনী ছুটছে-
সে জানে না তার গর্ভে রক্তকল্প ছাপ,
কলঙ্ক কি তার হুঁশ নেই,
যে পাশবিকতা তাকে উন্মুক্ত করেছে তাদের কী বলে সম্বোধন করতে হয় তার জানা নেই,
সে কেবল হাসে,
দুঃখ-কষ্ট-বেদনার কোন আঙ্গিক নেই।
তবু সে মেয়ে।

প্রাণপণে ছুটছে-
আলোর পথে…
নৃশংসতা তাকে নিস্পৃহ করেছে।
দুর্গা মূর্তির বেদীতে এসে হোঁচট খেয়ে পড়ে,
একটা তীব্র যন্ত্রণা…
ভূমিষ্ঠ হয় ছোট্ট প্রাণ…
নিষ্পাপ কান্না জানান দেয়-
“আমি এসেছি-“
পাগলী মা অযাচিত অংশকে কোলে তুলে নেয়।
ঠোঁটের কোনে অমোঘ হাসির স্রোত,
ঢাক বেজে ওঠে,
পুজোর মন্ত্র উচ্চারিত হয়-
পাগলী তখনও জানে না…
সে মা।


লেখক পরিচিতি : অঙ্কিতা মজুমদার
অঙ্কিতা মজুমদার, পূর্ব বর্ধমান জেলার চকদিঘী গ্রামে জন্ম। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সাম্মানিক স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। সাম্মানিক স্নাতকের তৃতীয় বর্ষ থেকেই মূলত লেখালেখির প্রতি আকৃষ্ট হই। বর্তমানে একজন ছাত্রী, লেখিকা এবং সংগীত শিল্পী। কবিতা ছাড়াও গল্প, অনুগল্প, উপন্যাস ও প্রবন্ধ সাহিত্য লিখে থাকি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পত্রপত্রিকায় এবং কিছু অনলাইন পত্রিকার মাধ্যমে আমার লেখা প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এছাড়া প্রতিলিপির নিরপেক্ষ লেখক হিসাবে নিযুক্ত আছি। সাম্প্রতিক আমার একটি কাব্যগ্রন্থ- "কবিতার মূর্চ্ছনা" এবং একটি গল্পগ্রন্থ- "যাপন" আত্মপ্রকাশ করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up