লেখক : দিলীপ ভৌমিক
তোমার কোলের সেই উষ্ণ আলিঙ্গন, রাতের গল্প, স্বপ্নের প্রথম সঞ্চারণ।
তোমার হাতের পরশে জীবন রঙিন, দুঃখে-সুখে তুমি আমার চিরঅন্তরীণ।
মনে পড়ে সকালের মিষ্টি ডাক,
তোমার হাসিতে লুকানো অশ্রুর মাক।
কত ত্যাগ, কত ভালবাসার দান,
তোমার ছায়ায় আমার জীবন প্রমাণ।
মা দিবসে আজ হৃদয়ে তোমার নাম, তোমার স্মৃতি আমার চিরকালের ধাম।
তুমি আকাশ, তুমি আমার নীলাভ স্বপ্ন, মা, তুমি আমার জীবনের প্রথম কল্প।
তোমার গানে মুখরিত আমার এই পথ, তোমার আলোয় জ্বলে আমার শত শত।
মা, তুমি আমার হৃদয়ের অমর কাব্য, তোমার ভালবাসায় আমি চির-লাবণ্য।
শুভ মা দিবস, মা
লেখক পরিচিতি : দিলীপ ভৌমিক
উন্নয়ন কর্মী
Touching.