মেহেরুন্নেসা

লেখক : দালান জাহান

ছোট্ট বেলায় মার্বেল হারিয়ে কেঁদেছি
ইতিহাস পৃষ্ঠায় পৃষ্ঠায় নলকূপ
কতো কান্না খনন করে হাতে
উড়িয়ে দিয়েছি দশ টাকার ঝকঝকে নোটে।

কতো কান্না পেন্সিলে এঁকে
ঝুলিয়ে রেখেছি পূবের হাওয়ায় পশ্চিমের দরজায়
ঈদের সকালে গোসল করে
জমা করেছি মায়ের সুইস ব্যাংকে।

সেই সব দিন এখনও হাওয়ার মাদুল
ব্যস্ততা চারদিকে সাধু সঙ্গীত
মুখে-মুখে হেঁটে যায় কর্পোরেট মুখ
ভিন্ন ভিন্ন আকাশ রিংটোন! রিংটোন
যেদিন জেনেছি বৃষ্টি মানে দুঃখের আয়না
সেই থেকে স্মরণীতে স্মৃতির জল বাঁধি না
মেহেরুন্নেসা! বলো কতো নিষ্ঠুর তুমি
তোমাকে হারিয়েও আর কাঁদি না।


লেখক পরিচিতি : দালান জাহান
একজন কবিতা কর্মী

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum