মিছে

লেখক : নয়নমণি সাহা

 

মিছে তোর ভালোবাসা
মিছে তোর কষ্ট,
মিছে তোর কাছে আসা
শুনে রাখ স্পষ্ট।

মিছে তোর অভিমান
মিছে তোর দুঃখ,
মিছে তোর যত টান
জীবনটা রুক্ষ।

মিছে তোর এত হাসি
মিছে তোর কান্না,
মিছে তোর রাশি রাশি
হিরে চুনী পান্না।

মিছে তোর পূজাপাঠ
মিছে তোর ঈশ্বর,
মিছে তোর ঠাটবাট
সব কিছু নশ্বর।


লেখক পরিচিতি : নয়নমণি সাহা
এক নগণ্য কবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum