মহেঞ্জোদারো

লেখক : হীরক সেনগুপ্ত

 

মহেঞ্জোদারো ১

মহেঞ্জোদারো , …রাখাল অপেক্ষায়?

মহেঞ্জোদারো, …ধোঁয়া দড়িতেই প্রেম!

মহেঞ্জোদারো, …এমনি সখ্যতায় 

মহেঞ্জোদারো, …মুখাগ্নি চোতা গেম 

মহেঞ্জোদারো, …..যুবক টপকে যায়

মহেঞ্জোদারো, …সলজ্জ কীট; একা

মহেঞ্জোদারো, …..বঙ্কিম যাত্রায়

মহেঞ্জোদারো, …..আগুন, মাটির লেখা।

মহেঞ্জোদারো ২

মন্দের ভালো, পেয়েছিলে তাও, চুম্বনভরশ্বাস

ওষ্ঠ পিষিয়ে, পাঁজর নিংড়ে, প্রার্থনা সুবাতাস..

 মহেঞ্জোদারো ৩

যেতে নাহি দিব ,কামনাবিদ্ধ, শুভদা আশিস ধান,

ফুলকি উঠুক, হোক প্রতিবাদ, উদ্যত রূপটান।


লেখক পরিচিতি : হীরক সেনগুপ্ত
শিক্ষকতা, বিভিন্ন ওয়েব ম্যাগাজিন, পরবাস, সপ্তডিঙা লেখা প্রকাশিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন