মন কেমন

লেখক : জয়শ্রী পাল

দূরের রাস্তা দিয়ে হেঁটে চলেছিল সে,
কে জানে কোন দিগন্তের দিকে
নির্দ্দিষ্ট প্রান্তর বেছে নিয়েছিল?
গুছোনো আর পাঁচটা মানুষের মতো?
নাকী এলোমেলো হাওয়ার প্রতিদ্বন্দ্বী হয়ে,
উড়তে দিয়েছিল অগোছালো প্রশ্নদের।
আমার এখন কাজ কমে গেছে,
জানলা দিয়ে আলোছায়ার –
হাসিকান্না দেখি বসে বসে,
অফুরান সময় এসে দরজা ধাক্কায়,
টেনে নিয়ে যেতে চায় ভিড়ের মেলায়,
সে পথ তো কবেই বন্ধ হয়েছে।
এখন আর বিষণ্ণ হবারও উপায় নেই,
হৃদয় ছেড়ে চলে গেছে কতো সম্পদ।
একলা একটা মন নিয়ে,
কত আর কাহিনী বানাবো?
মিথ্যে বলার সাহসও লুকোচুরি খেলে,
কথার জাহাজ হয়ে উঠতে চায় না।
তার পদক্ষেপে শান্তি রয়েছে বোধহয়।
হয়তো সে ঝড় ভালোবাসে,
কিংবা কিছুই চায় না, নিষ্কাম,
শুষে নেয় পৃথিবীর প্রতি আলোকণা।
চতুষ্কোণ খাঁচা কবে ভেঙেছিল?
মনে হয় ও আমার নির্বাসন জানে।


লেখক পরিচিতি : জয়শ্রী পাল
সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum