মন স্থির করো

লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী

মন স্থির কর আকাশের মত,হবে তুমি উদার ও মহান।
মন স্থির কর সূর্যের মত,হবে তুমি তেজোদীপ্ত ও ধর্মে, কর্মে বীর।
মন স্থির কর চাঁদের মত,হবে তোমার আচরণ শান্ত, স্নিগ্ধ।
মন স্থির কর নদীর মত,তোমার জীবন বয়ে চলবে একইধারায়।
মন স্থির কর সাগরের মত,ধর্মকাজে তোমার মন হবে প্রশান্ত, কর্মক্ষেত্রে হবে তুমি শীঘ্রমনা।
মন স্থির কর বাতাসের মত,হবে তুমি সদা সর্ব কর্মে পটু।
মন স্থির কর ঝড়ের মত,হবে তোমার কর্মের বেগ সবার আগে।
মন স্থির কর পাহাড়ের মত,হবে তোমার জীবন গভীর ধ্যানমগ্ন কোন সাধুর সমান।
মন স্থির কর প্রকৃতির মত,সাজাবে তোমার জীবন তোমারই খেয়ালখুশিতে।
মন স্থির কর ছাত্রের মত,তোমার জীবন চলবে কিছু না কিছু শেখার মধ্য দিয়ে।
মন স্থির কর শিক্ষকের মত,হবে তোমার জীবন করুণায় ভরা, তুমি দান করবে এ বিশ্বকে জীবনের সবচেয়ে মহৎ দান- শিক্ষা।


লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি অর্ঘ্যদীপ চক্রবর্তী। আমার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে।
বর্তমান নিবাস বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, ভারত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন