মন্দের ছন্দ

লেখক : অর্ঘ্যজিৎ মুখোপাধ্যায়

নিবিড় রাতের দিশারী আমার সঙ্গী হয়েছে কবিতা,
ছন্দ গুলি সঙ্গী করে লিখে চলেছি সবই তা।
কত আনন্দ কত, কত দুঃখ, কত কথা জীবনের কলমটিকে সঙ্গী করে ছন্দ গাঁথি দিন শেষের।
কই! আগে তো মিলতো না এমন ছন্দ
দিনগুলি বেশ কেটে যেতো সে হোক না ভালোমন্দ
তারপর একদিন এলো সে পরিযায়ী পাখি হয়ে,
উড়ে বেড়াতাম তার সাথে বুকে কত সুখ লয়ে।
কিন্তু চলে গেলো একদিন পাখি, আমায় দিয়ে ফাঁকি
বুঝিয়ে গেলো আমার ভিতরের সেই ব্যর্থ প্রেমিকটাকে,
খুঁজে পেলাম আমি নতুন ছন্দ হারিয়ে ফেলে তাকে।
নতুন করে সঙ্গী করলাম কলম আর কাগজকে,
মনের কথা গুলি লিখতে বসলাম নতুন নতুন ছন্দ দিয়ে।।


লেখক পরিচিতি : অর্ঘ্যজিৎ মুখোপাধ্যায়
অর্ঘ্যজিৎ মুখোপাধ্যায়, জন্ম ২০০৪ সালের ১লা জুন। হাওড়া জেলার সাঁকড়াইল ব্লকে বেড়ে ওঠা। ছোট থেকেই বাংলা সাহিত্যের প্রতি এক অমোঘ টান ছিল, সেই থেকেই লেখালিখি। আপাতত ২০২১ সালে উচ্চমাধ্যমিক দিয়ে এনেসথেসিয়া এবং সার্জিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা করে নিজের চিকিৎসা জীবন শুরু করেছেন। তার পাশাপাশি টুকটাক লেখালেখিও চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।