মনে পড়ে

লেখক : জন

 মনে পড়ে কবিতায়,
তোমায় যেন দেখেছি।
কথাগুলো ছবি আঁকে,
মন তাই বুঝিনি।।
তোমায় লিখতে গিয়ে,
অনেক কলম ফুরিয়েছি।
কি করে বলবো তোমায়,
তা তো ভেবে দেখিনি।।
দেখা হলে স্বপনে,
চিনে নিও তখনে।
স্নিগ্ধ আলোর আঁধারে,
নীল দিঘির ওপারে।।
বসে থাকব সেখানে!
তারা ভরা আকাশে,
চেয়ে আছি সেখানে ‌।
কালপুরুষের চেহারায়,
তোমায় যেন দেখা যায়।।
যেন ডাকছো আমায়,
তখনি যেন উড়ে যায় ।
মনে হয় ছুঁয়ে দেখি,
আলোর বেগে ছুটে দেখি।।
অসম্ভবের সম্ভব দেখি,
তবুও তোমার দেখা।
কোথায় পেলাম দেখি!
তাই রেখেছি তোমায় কল্পনায়,
বাস্তবের আড়াল করে।।
তাইত আজও ভাবতে বসে!
মনে পড়ে কবিতায়,
তোমায় যেন দেখেছি

লেখক পরিচিতি : জন
প্রথম বর্ষের ছাত্র

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum