মনের চাওয়া পাওয়া

লেখক : মাহা

মনের সব চাওয়া পাওয়াগুলো কি কখনো  পূরণ হয়?
কত কিছুই তো মন চেয়েছিলো।
পূরণ হয়েছিলো কি?
মন চেয়েছিলো তো, গাছের ছায়ায় বসে তোমার হাতে হাত রেখে আকাশ দেখবো।
কই? দেখা কি হয়েছিলো আমাদের?
মন চেয়েছিলো তো, তোমায় জড়িয়ে ধরে বলতে, তোমাকে ছেড়ে আমি যাবো না।
কই? বলা কি হয়েছিলো কখনো?

জানি, জীবনে সব পাওয়া সম্ভব নয়।
কিন্তু যাকে মন সবচেয়ে বেশি চেয়েছিলো –
তাকে হারানো কি খুব দরকার ছিলো?
যখনই কোন বিচ্ছেদের সংবাদ কিংবা দুঃসংবাদ পেতে,
তুমি আমায় বলতে,
“চিন্তা করো না প্রিয়, আমি তোমার সাথে আছি”।
কই? জীবনের টানা পোড়েনে তো তোমাকে হারিয়ে ফেলেছি আমি!

তবুও, আমার অপূর্ণ ইচ্ছে হয়েই না হয় তুমি থেকে যেও।

সব শেষে,
আজ আমিও মেনে নিয়েছি-
সব সুখ পাওয়া যায় না।
সব ইচ্ছে পূরণ হয় না।


লেখক পরিচিতি : মাহা
কবিতা লেখা আমার সখই বলা যেতে পারে। কখনো সাহস করে প্রকাশ করা হয়নি। আজ ভাবলাম না হয় করেই ফেলি। আশা করি ভালো লাগবে- মাহা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন