লেখক : শিখা চক্রবর্তী
জন্ম থেকেই দাঁড়িয়ে যে আমি
কই না তো কোনও কথা,
না চাইতেই তো সবটা দিয়ে দিই
সে কি আমার দুর্বলতা!
নিষ্ঠুরতায় তোমরা এখন
প্রথম স্থানেতে আছ
মৌন থাকি বলেই কি তাই
এরকম করে কাটো?
কাটার শেষে যা আত্মপ্রসাদ
পাবে যে নতুন বাড়ি,
না না থুড়ি
ওটা ফ্ল্যাট হবে, কারণ
বাড়িতে পড়েছে দাঁড়ি।
আমাদের মেরে ফ্ল্যাট তুলে তুলে
আকাশটা দিলে ঢেকে
নি:স্বাস নিয়ে বাঁচবে কিভাবে
শুধু, একবার দেখ ভেবে।
লেখক পরিচিতি : শিখা চক্রবর্তী
গৃহবধূ, নিবাস কোন নগর শ্রীরামপুর কলেজের স্নাতক। স্বামীর কর্মসূত্রে ভারতের বেশ কিছু রাজ্যে বসবাস করার সৌভাগ্য এবং তার অভিজ্ঞতা সঞ্চয়। বইপড়ার ভীষণ নেশা ছিল কিন্তু শারীরিক কারণে বর্তমানে তাতে ছেদ পড়েছে। স্কুলে পড়ার সময় থেকেই একটু ছড়া লেখার অভ্যাস ছিল, তারপরে সব বন্ধ। এতদিন পর কন্যা ও জামাতার উৎসাহে, প্রেরণায় পুনরায় লেখার শুরু। দেশকাল বলে একটা ম্যগাজিনে আমার একটা লেখা বেরিয়েছিল ১৯৯৫-এ।