লেখক : ফালতু লোক
রাত ১২টা, ঘুম থেকে উঠেই বিছানা হাতড়েছি
পড়ার টেবিল থেকে লেখার খাতা, বেহিসাবি নখের আঁচড়
তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি ?
পথে পথে ছড়ানো বইয়ের পাতা
ধোঁয়া-পথে গাছদের মৃতদেহ আঁচলে জড়ানো
দেওয়ালের ওপারে কয়েকটা অসমাপ্ত ঘুম ছবি আঁকার চেষ্টা-রত।
রাত ১টা, বিন্দু বিন্দু রক্তের দাগ
অথবা অপেক্ষার প্রতিশ্রুতি চেয়ে মাথা নুয়েছে মানবী
নোংরা মেঝে তার থেকেও নোংরা সুইচবোর্ড
ওপরে ঝুলন্ত দেহটা থেকে চুঁইয়ে পড়ছে আলো
আজ সকালেও বস্তির ছেলেগুলোকে ডাস্টবিনে ঢুকতে দেখেছি
কালকে আর অভুক্ত থাকবে না ওরা।
লেখক পরিচিতি : ফালতু লোক
ছাত্র