লেখক : তীর্থঙ্কর সুমিত
একটা মৃত্যু চাই
সময় করে সব আবদার মেনে নেব
উড়ন্ত পায়রার ওম ছুঁয়ে প্রতিজ্ঞারত।
আমার আমি এখন…
একটা মৃত্যু চাই
কথা ভোলানো পথ আজ সবুজ হারিয়ে
নিরুদ্দেশ পথযাত্রী।
সময়মত একটু রঙ ছিটিও আমার বুকে।
নীল, সবুজ কিম্বা লাল নয়
একটু অন্ধকার দিও।
একটা মৃত্যু চাই
জীবন মানে তো একটা ধাঁধার সমীক্ষা
এর থেকে আর কিছু নয়
বিশ্বাস করো চোখ বুঝে
একটা নিশ্চিন্ত কোল চাই।
নরম কোল…
লেখক পরিচিতি : তীর্থঙ্কর সুমিত
তীর্থঙ্কর সুমিত ছোটোবেলা থেকেই লেখালিখির সাথে যুক্ত। মূলত কবি। বর্তমানে বিভিন্ন বাণিজ্যক পত্রিকা সহ একাধিক লিটিল ম্যাগাজিনে লেখালিখি করেন। নিজ সম্পাদিত পত্রিকা একালের ছিন্নপত্র, আহোরী। কাব্যগ্রন্থের সংখ্যা -১৪ টি।
ভালো লাগলো!