মৃত্যুশেষে

লেখক : সমীর মন্ডল

সায়াহ্ন শেষে ধূলিচ্ছন্ন নগরের পথে,
বিষম লোকের মাঝে অন্তিমের প্রস্তুতি
ক্ষনে ক্ষনে ভেসে উঠে স্বজনহারার আকুতি,
সমাপ্ত, চারকুড়ি-এর খেলা।

ওঠাপড়ার জীবন জুড়ে প্রাপ্তি যত কিছু,
শেষের বেলায় সঙ্গ দিতে কেউ নেয়নি পিছু
দাম্ভিকতা আর হিংস্রতায় কতই না পেরিয়েছে সময়
ক্লান্তির ছাপে অজান্তেই মুছেছে নিজস্বতার পরিচয়।

চারদেয়ালের একটি ঘিরে পাথর খোদাইকৃত
জীবন জুড়ে যত স্মৃতি জন্ম থেকে মৃত,
রাত্রি শেষের অন্ধকারে বেড়েছে যত সময়
আবছা হয়েছে রঙিন স্মৃতি, জমেছে শুধু ভয়।


লেখক পরিচিতি : সমীর মন্ডল
আমি সমীর মন্ডল, আমি আশুতোষ কলেজের প্রানীবিদ্যা বিভাগের একজন ছাত্র। আমি লিখতে খুবই ভালবাসি। আমি ছোটোগল্প ও কবিতা লিখি। আমার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।