মৃত্যুগন্ধি শোক

লেখক : নিঃশব্দ আহামদ

এই হেমন্তভোর, উড়ো বাতাসে ভেসে যায় মৃত্যুগন্ধি শোক

ফিরে যাচ্ছে যতো বিনীত অনুরোধ
মানুষে মানুষে আজ প্রকট প্রতিশোধ ৷

পুড়ে যাচ্ছে নিঃশ্বাস, বিক্ষত কণ্ঠনালি
নির্বাক, অবাক চোখে মেঘের দেশ
কোথাও নেই রোদের বিভা, বিগ্রহের সময়;
বুক চাপড়ে শীতল করি বেঁচে থাকার বোধ

সড়কে সড়কে কথাদের অবরোধ, অশ্রু ঢেউয়ে
ভেসে যায় ঘর
ঘরের ভেতর যে মানুষ লুকোই ব্যথা
বুকের ভেতর তারও বয়ে যাচ্ছে দুঃখ নদী এক  ৷

তবু এইসব ভোর আমার
হোক প্রেম – তোমার সাথে, আর ঘাসের কোমল ত্বক
ফুটে থাক, অবয়বে তোমার, বুক পরে হোক সুন্দরের সন্তরণ
বাতিল মানুষের কাছে- না, রাখছিনা আর
আমাদের ব্যথাতুর কোনো অনুযোগ ৷


লেখক পরিচিতি : নিঃশব্দ আহামদ
নিঃশব্দ আহামদ ৷কবিতা আমার কাছে যাপিত জীবনের এক অভিজ্ঞতার খতিয়া৷মানবিক বোধ আর সৌন্দর্য্যের বিবিধ প্রকাশ করি কবিতায়৷তাই কবিতার সাথে আমার রয়েছে জীবনের অনুসঙ্গ৷

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন