লেখক : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়
তোমার হাতের উপর এখন একটা আকাশ
সেখান থেকে দেখা যায় আমার কোঠাবাড়ি
এবং আমার পাণ্ডুলিপিতে খেলা করা রোদ্দুর
আমি মাঝেমধ্যেই ভাবি –
হাত তুলে উড়িয়ে দেব
আমার ছন্দের ভিতর বন্দি সব পাখিগুলোকে
কিন্তু সেসব আর হয় কই!
আমি তাই নিজেকে বোঝাই –
আমারও তো মুক্তি চাই সময়ের এই খাঁচা থেকে…
লেখক পরিচিতি : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়
কবির জন্ম কোচবিহারে। বড়ো হয়ে ওঠা মাঝের গ্রামে। সেখান থেকে নদিয়ার রানাঘাটে। উচ্চশিক্ষা পুরোটাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। কবি পেশায় ছিলেন একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক। কবির প্রতিষ্ঠিত সাহিত্য পত্রিকা - 'আমরা পদাতিক'।

