লেখক : আলো রাণী ভট্টাচার্য্য ঘোষ
আকাশে কালো মেঘের বোঝা
সরিয়ে নীলের কোলে সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে
বলাকার সারি উড়ে যেতে যেতে বলছে
মা আসছেন, মা আসছেন।
রেললাইনের ধারে, মাঠের মাঝে
সাদা কাশফুলেরা বাতাসে মাথা দুলিয়ে দুলিয়ে বলছে
আর দেরী নেই
মা আসছেন, মা আসছেন।
ভাদ্রের ভরা নদী কল্ কল্
ছল ছল শব্দে বয়ে যেতে যেতে বলছে
মা আসছেন, মা আসছেন।
সন্ধ্যায় শিউলী ফুলের সুঘ্রাণ
বাতাস আমোদিত করে তুলছে।
ভোরের বেলায় তারাই ঝরে পড়ে বলছে
আমাদের তুলে নাও
অঞ্জলি দিতে হবে যে
মা আসছেন, মা আসছেন।
সরোবরের জলে পুষ্ট শতদলেরা ও বলছে
বর্ষ পরে হর্ষ ভরে
মা আসছেন মা আসছেন।
সম্পাদকের টেবিলে জমা
পান্ডুলিপিরা ও তাগাদা দিচ্ছে
দেরী কেন, প্রকাশ করো কারণ
মা আসছেন, মা আসছেন।।
লেখক পরিচিতি : আলো রাণী ভট্টাচার্য্য ঘোষ
আমার নাম আলো রাণী ভট্টাচার্য্য ঘোষ। আমি রিষড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। হুগলি জেলার কোন্নগরের বাসিন্দা আমি। বই পড়া, পড়ানো আমার নেশা এখনও পর্যন্ত। এতেই আমি আনন্দ পাই। মাঝে মাঝে নিজের মতো করে কিছু কিছু লিখি।