না-বাচক

লেখক : সুমন দিন্ডা

প্রশংসাসূচক কিছু শোনার জন্য বসে আছি,
খেয়াল বানাচ্ছি, খেলাঘরও,
গল্পের রেশ ধরে দর্শনের হাতছানি,
শব্দের কারসাজি, চুপিচুপি থেকে সরগরম,
সব চেষ্টা ব্যর্থ, অসম্পূর্ণ সাজ।
কিছু ঘাস দিয়ে জঙ্গল বসানো,
কিছু গাছ দিয়ে মাঠ বোঝানো,
কিছু ফুল দিয়ে দেবতা বানানো,
কিছু ফল দিয়ে বাগান তৈরি,
চিন্তার দৈন্যতা রেখে যায় না-কি?
ভাল মালি ছাড়া বাগান বুঝবে কে?
মালি হও নাহলে বনমালী,
শিল্পী হও নয়তো অর্থবান।
ভালবাসো নাহলে কিনে নাও,
যত্ন করো নাহলে মূল্য দাও,
কোনোটা না থাকলে সমালোচক হও।

ক্ষমতা চাই,
সৃষ্টির অথবা অধিগ্রহনের,
নাহলে ‘বা’ শোনার আগ্রহ রাখা চলবে না।

এতকিছু না দেখার জন্য
আজ পর্যন্ত জল হয়ে আছি,
জলছবি হয়ে উঠতে পারিনি।


লেখক পরিচিতি : সুমন দিন্ডা
দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা গ্রামে জন্ম। নবম শ্রেণি থেকে কবিতা লেখা শুরু। প্রকৃতি এবং গ্রাম জীবন তথা বর্তমান সময় উঠে আসে কবিতায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন