না বলা কথা

কবি: মাসকুরা খাতুন

আমার লেখা প্রতিটি লাইনতার নামেই উৎসর্গ
যার জীবনে আমি কেবল
এক কথায় সীমাবদ্ধ,
তার হাসিতে মুগ্ধ আমি
মগ্ন তার চিন্তায়,
আমার অজান্তেই আমার মন
করেছে সে ছিনতাই,
হাসে সে আমার কথায় 
বোকা আমায় ভাবে,
হাসতে দেখে তাকে আমার
আরো ভালো লাগে,
সব বিপদে পাশে দাঁড়ায়
আমার সাহস হয়ে,
জ্ঞানের আলোয় জীবন আমার
সে আলোকিত করে,
মনের খাতার প্রতি অধ্যায়ের 
সূচনা তার নামে,
কি জানি কখন কীভাবে আমি
ভালোবেসে ফেলেছি তাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum