না প্রেমি, না ঈশ্বর

লেখক : আলী ইব্রাহিম

একসঙ্গে দশজন মনু তোমার পেছনে ঘোরে
তুমি যাদুকরের মতো তাদের নজরবন্দী করো।
কী মহাশিল্পী তুমি!
কাউকেই হ্যা-ও বলো না, না-ও বলো না
সবাই সাধক হয়ে তোমাকে অনুসরণ করে।
চঞ্চলতায় সবার যাত্রা একদিন শেষ হয়
যে যার ঘরে ফিরে যায়। বুকে ঝড় ওঠে।
অশান্ত সমুদ্রে ঝাঁপ দেয় পরিণতি না জেনে
তুমি আমৃত্যু তুমি হয়ে থাকো জলঘরে।
আঁচলে বাঁধো। পুলকে রাখো। ঝলকে সাধো।
আহা! কী আঁচল তোমার!
ঈশ্বরও দ্বিধান্বিত তোমার দরশনে।

যে শিল্পীরা তোমার স্পর্শে প্রেমিক হয়েছিল
যে প্রেমিকরা তোমার জলে ডুব দিয়ে নহর খুঁজেছিল
যে পুরুষরা ভালোবেসে তোমার খোঁপায় ফুল বেঁধেছিল
আজ তারা আগুন খায়। বিরহে সন্ন্যাসী হয়।
তুমি না প্রেমি, না ঈশ্বর
কেবলি শাব্দিক দ্যোতনা হয়ে বেঁচে থাকো জলসভ্যতায়।

আর দশজন প্রেমিক অন্ধঘরে টিকটিকির সাথে পরিচয় হয়।

 


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন